Thursday, 22 December 2016

লালবর্ণ শিয়াল

লালবর্ণ শিয়াল একটা ল্যাজ ঝুলছে৷ মস্ত লম্বা৷ কার ল্যাজ রে ওটা? যারই হোক, আমার তাতে কী? ল্যাজটা ধরে একটু দোল খেয়ে নিলে বেশ মজা হয় কিন্তু৷ এই না ভেবে যেই ল্যাজটা ধরতে গেছি< অমনি হঠাত কে যেন রং ছিটিয়ে দিয়েছে...

জয়নগরের মোয়া

জয়নগরের মোয়া ভগাছের ডালে একটা মুখপোড়া হনুমান ৷ হনুমানটার লম্বা ল্যাজ৷ বাঘু তাকে বুড়ো আঙুল দেখিয়ে ছড়া কাটছে - "এই হনুমান কলা খাবি জয় জয়ন্নাথ দেখতে যাবি?" ভেঙচি কেটে হনুমানটা বলছে পেলে অবিশ্যি খাই৷ কিন্তু...

কচ্ছপের কামড়ে

কচ্ছপের কামড়ে ভাগ্যিসি সেদিন আকাশে গুড়গুড় করে মেঘ ডেকে উঠেছিল, না হলে কি আর সেই বিদঘুটে নাড়োড়বান্দা জীবটা ছাড়ত আমাকে? গরমে আইচাই করতে করতে নদীর জলে নেমেছি - মুখ ডুবিয়ে চুকচুক করে সবে জল খেতে শুরু করেছি - এমন...

ঠাকুর দেখার ঠ্যালা

ঠাকুর দেখার ঠ্যালা কলকাতা শহরে পুজোয় নাকি খুব ধূমধাম৷ বাজারের ঠাকুর, হাতিবাগানের ঠাকুর, দমকলের ঠাকুর নামকরা সব ঠাকুর৷ ক’টা দিন খুব ভিড় হয়৷ মেলা বসে৷ আলোয় ভালো হয়ে চারদিক ঝলমল ঝলমল করে৷ মাইক গান বাজে৷ ঢোল বাজ৷ হাতিদাদাকে ডেকে বললুম,...