Thursday, 7 June 2018

অতল-পুরী (চীন)

অতল-পুরী (চীন) চীন দেশে বাড়ী, নাম তার ফুয়াং চ্যাং। বাপমায়ের সঙ্গে চ্যাং থাকে। ছোট্ট তাদের কুঁড়ে ঘরে—শহরের ঠিক মাঝখানে চ্যাঙের বাপ হলো দোকানদার মানুষ, দোকানে নানা রকমের সুন্দর সুন্দর জিনিষ বিক্রি হয়—কাগজের মানুষ, সিল্কের পাখা, তালপাতার মানুষ, রংচঙে কাপড়, আরও কত কি। ছোট্ট চ্যাং তার লম্বা টিকিটি পিঠে...

Thursday, 22 December 2016

লালবর্ণ শিয়াল

লালবর্ণ শিয়াল একটা ল্যাজ ঝুলছে৷ মস্ত লম্বা৷ কার ল্যাজ রে ওটা? যারই হোক, আমার তাতে কী? ল্যাজটা ধরে একটু দোল খেয়ে নিলে বেশ মজা হয় কিন্তু৷ এই না ভেবে যেই ল্যাজটা ধরতে গেছি< অমনি হঠাত কে যেন রং ছিটিয়ে দিয়েছে...

জয়নগরের মোয়া

জয়নগরের মোয়া ভগাছের ডালে একটা মুখপোড়া হনুমান ৷ হনুমানটার লম্বা ল্যাজ৷ বাঘু তাকে বুড়ো আঙুল দেখিয়ে ছড়া কাটছে - "এই হনুমান কলা খাবি জয় জয়ন্নাথ দেখতে যাবি?" ভেঙচি কেটে হনুমানটা বলছে পেলে অবিশ্যি খাই৷ কিন্তু...

কচ্ছপের কামড়ে

কচ্ছপের কামড়ে ভাগ্যিসি সেদিন আকাশে গুড়গুড় করে মেঘ ডেকে উঠেছিল, না হলে কি আর সেই বিদঘুটে নাড়োড়বান্দা জীবটা ছাড়ত আমাকে? গরমে আইচাই করতে করতে নদীর জলে নেমেছি - মুখ ডুবিয়ে চুকচুক করে সবে জল খেতে শুরু করেছি - এমন...

ঠাকুর দেখার ঠ্যালা

ঠাকুর দেখার ঠ্যালা কলকাতা শহরে পুজোয় নাকি খুব ধূমধাম৷ বাজারের ঠাকুর, হাতিবাগানের ঠাকুর, দমকলের ঠাকুর নামকরা সব ঠাকুর৷ ক’টা দিন খুব ভিড় হয়৷ মেলা বসে৷ আলোয় ভালো হয়ে চারদিক ঝলমল ঝলমল করে৷ মাইক গান বাজে৷ ঢোল বাজ৷ হাতিদাদাকে ডেকে বললুম,...